বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
মঙ্গলবার তার বিরুদ্ধে আনা আদালত অবমাননার এক মামলায় ঐ ট্রাইব্যুনাল মন্তব্য করার ক্ষেত্রে ভবিষ্যতে তাঁকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।
ডাঃ চৌধুরীর নিঃশর্ত ক্ষমার আবেদন মঞ্জুর করে আদালত তার রায়ে বলেছে 'রং হেডেড’ ব্যক্তি ছাড়া এ ধরনের মন্তব্য কেউ করতে পারেনা। আদালতের পর্যবেক্ষণে ডাঃ চৌধুরীর মন্তব্যকে একজন ‘অবিবেচক ব্যক্তির বক্তব্য’ হিসেবে বর্ণনা করা হয়।