বাংলাদেশ থেকে সাগর পথে মালয়েশিয়ায় মানব পাচার চক্রের মূল হোতা মোহাম্মদ আছেমকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে পুলিশ । পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি রোববার রাজধানী ঢাকার কাওরান বাজার এলাকা থেকে আছেমকে আটক করেছে বলে সিআইডির তরফে সোমবার সাংবাদিকদের বলা হয়েছে । তারা জানান সাধারণ মানুষের কাছে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে সাগর পথে মানুষ পাচার করেছেন আছেম, যাঁদের বেশিরভাগই মানবেতর জীবন কাটাচ্ছেন। মালয়েশিয়ায় ভালো বেতনের চাকুরীর প্রলোভন দেখিয়ে দেশের মধ্যে একটি নেটওয়ার্ক তৈরি করে আছেম মানবপাচার চালিয়ে আসছিল বলে উল্লেখ। সোমবার সিআইডি এর বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম বলেছেন বিদেশে পাঠিয়ে সাধারণ মানুষকে আটকে রেখে পরবর্তী সময়ে তাঁদের পরিবারের কাছে মুক্তিপণের মাধ্যমে টাকা আদায় করতো এই কুখ্যাত মানব পাচারকারী। আন্তর্জাতিক মানব পাচারকারীরা কক্সবাজার সাগর চ্যানেল দিয়ে গত কয়েক বছর হাজার হাজার মানুষকে মালয়েশিয়া পাচার করেছে এবং পাচারের সময় সাগর পথে মৃত্যুবরণ করেছে শত শত বাংলাদেশি নাগরিক। এখনো নিখোঁজ আছে অনেক মানুষ, যাদের খোঁজ আজও মেলেনি বলে জানিয়েছে সিআইডি।