অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্প যদি পরমাণু চুক্তি পরিত্যাগ করেন, ইরান ও তা থেকে বেরিয়ে আসেত পারে: জাওয়াদ জরিফ


জাওয়াদ জাইরেফর বিরুদ্ধে প্রতিবাদকারি দলনেত্রী
জাওয়াদ জাইরেফর বিরুদ্ধে প্রতিবাদকারি দলনেত্রী

মঙ্গলবার প্রকাশিত অ্যাসোসিয়েটেড প্রেসের সঙ্গে এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রী জাওয়াদ জারিফ বলেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যদি পরমাণু চুক্তি থেকে সরে আসেন , ইরান ও খুব সম্ভবত তা থেকে বেরিয়ে আসবে। ট্রাম্প হুমকি দিয়েছেন যে ইউরোপীয় শক্তিগুলো যদি ইরানের জন্য এই চুক্তি আরও কঠোর করতে প্রয়োজনীয় পরিবর্তনের প্রস্তাব গ্রহণ না করে তা হলে তিনি ১২ই মে নাগাদ ঐ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেবেন। জারিফ যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের Office of Foreign Assets Control (OFAC) এর বিরুদ্ধে পরমাণু চুক্তি লংঘনের অভিযোগ এনেছেন কারণ তারা গত ১৬ মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে লেনদেনের ব্যাপারে কোন লাইসেন্স দিতে অস্বীকৃতি জানিয়েছে।

এ দিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রী জাওয়াদ জারিফ , ইরানের পারমানবিক ও আঞ্চলিক নীতির পক্ষে কথা বলতে যে এক সপ্তার সফরে নিউ ইয়র্কে এসছেন তার বিরুদ্ধে ইরানি আমেরিকানদের একটি দল প্রতিবাদ জানাচ্ছে। Organization of Iranian American Communities (OIAC) এর বেশ কিছু সদস্য নিউ ইয়র্কের Council on Foreign Relations (CFR) দপ্তরের সামনের রাস্তায় সোমবার বিক্ষোভে অংশ নেন। এই সংগঠনটিই ২০১৫ সালে স্বাক্ষরিত ইরানের পরমাণু চুক্তি এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের উপর জারিফকে আমন্ত্রণ জানিয়ে এই আলোচনা আয়োজন করেছে। প্রতিবাদকারী দলটির মুখপাত্রী শিরীন নারিমান ভয়েস অফ আমেরিকার ফার্সি বিভাগকে বলেন যে তাঁর দল জারিফকে বক্তব্য রাখার জন্য এর আমন্ত্রণের বিরোধী। তিনি বলেন তাঁরা ইরানে এই সরকারের বিরোধী।

তবে সাম্প্রতিক বছরগুলোতে জারিফ একাধিকবার এই নিরপেক্ষ পররাষ্ট্র নীতি বিষয়ক সংগঠনে ভাষণ দিয়েছেন।

[ Bangla/ News/AA/April 24 , 2018]

XS
SM
MD
LG