অ্যাকসেসিবিলিটি লিংক

খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ


জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।

হাইকোর্টের দেয়া জামিন বাতিলের জন্য রাষ্ট্র পক্ষ ও দুর্নীতি দমন কমিশন- দুদকের করা আপিল খারিজ করে দিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ বুধবার এ রায় দিয়েছে। একইসঙ্গে বিচারিক আদালতের সাজার বিরুদ্ধে খালেদা জিয়া যে আপিল করেছেন সে আপিল বিচারপতি এম ইনায়তুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে ৩১শে জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ১২ই মার্চ হাইকোর্ট জামিন দিয়েছিল।

উল্লেখ্য, গত ৮ই ফেব্রুয়ারি ঢাকার একটি আদালত ওই মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়ার পর থেকে তিনি কারাগারে রয়েছেন।

please wait

No media source currently available

0:00 0:00:51 0:00

XS
SM
MD
LG