অ্যাকসেসিবিলিটি লিংক

জিকা ভাইরাস প্রায় ৪০ লক্ষ মানুষকে আক্রান্ত করতে পারে


Brazilian infectologist Antonio Bandeira, who was part of the team of researchers who identified the Zika virus in Brazil, talks by mobile in front of the Santa Helena hospital in Camaçari, Bahia, Brazil on Jan. 29, 2016, Brazil. Brazilian President Dil
Brazilian infectologist Antonio Bandeira, who was part of the team of researchers who identified the Zika virus in Brazil, talks by mobile in front of the Santa Helena hospital in Camaçari, Bahia, Brazil on Jan. 29, 2016, Brazil. Brazilian President Dil

জিকা ভাইরাস দ্রুত লাতিন আমেরিকার দেশগুলোতে ছড়িয়ে পড়ছে। মশার মাধ্যমে এই ভাইরাস ছড়ায়। এশিয়ার বিভিন্ন দেশে সরকার এই ভাইরাস সংক্রমণ রোধকল্পে কর্মসূচি ঘোষণা করেছে। মধ্য এবং দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশে বিশেষ করে অন্তঃস্বত্ত্বা মহিলাদের ভ্রমণের ব্যাপারে স্বাস্থ্য কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে। বলা হচ্ছে, ঐসব দেশ এখন ভ্রমণ না করাই নিরাপদ হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুশিয়ারি দিয়েছে যে জিকা ভাইরাস প্রায় ৪০ লক্ষ মানুষকে আক্রান্ত করতে পারে।

XS
SM
MD
LG