অ্যাকসেসিবিলিটি লিংক

জিম্বাবুয়ের ক্ষমতাসীন দল মুগাবেকে পদত্যাগ করার আর তা না হলে ইমপিচমেন্টের সম্মুখীন হওয়ার হুমকি দিয়েছে


জিম্বাবুয়ের ক্ষমতাসীন জানু পিএফ দল প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে পদত্যাগ করার জন্য সোমবার দুপুর পর্যন্ত সময় দিয়েছে। তারা হুমকি দিয়েছে যে আর তা না হলে তাকে ইমপিচ করা হবে।

রবিবার জিম্বাবুয়ের ক্ষমতাসীন জানু পিএফ (ZANU-PF)দল, প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে দলের নেতা হিসেবে বরখাস্ত করে সাবেক ভাইস প্রেসিডেন্ট এমারসান এমনাঙ্গাওয়াকে দলের নতুন প্রধান হিসেবে নিয়োগ করেছে। গত সপ্তাহে মুগাবে এমনাঙ্গাওয়াকে জিম্বাবুয়ের ভাইস প্রেসিডেন্ট হিসেবে বরখাস্ত করেন।

দলের নেতারা মুগাবের স্ত্রী, গ্রেস, যিনি জানু পিএফের উইমেনস লিগের নেতা ছিলেন তাকে, ক্ষমতাসীন দলের সদস্যত্ব থেকে বহিস্কার করেছেন।

এর আগে সংসদে বিরোধী দলের প্রধান হুইপ ইনোসেন্ট গনিজ, অ্যাসোশিয়েটেড প্রেস সংবাদ সংস্থাকে বলেছেন, মুগাবে যদি স্বেচ্ছায় প্রেসিডেন্ট পদ থেকে সরে না দাড়ান ইমপিচমেন্টের সম্ভাবনা রয়েছে। এমডিসি-টির নেতা বলেন এমডিসি-টি এবং জানু পিএফ যৌথ ভাবে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা করছে।

XS
SM
MD
LG