সোমবার দুপুর পর্যন্ত ক্ষমতা ছেড়ে দেওয়ার আর তা না হলে অভিশংসনের যে চুড়ান্ত সময়সীমা দেওয়া হয়েছিল জিম্বাবুয়ের দীর্ঘ দিনের প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে, তিনি তা অগ্রাহ্য করেছেন। মুগাবে রবিবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে এটা সুস্পষ্ট করে দিয়েছেন যে তিনি পদত্যাগ করবেন না।
রবিবার লক্ষ লক্ষ মানুষ বেতার ও টেলিভিশনে সম্প্রচার দেখেন এই আশায় যে মুগাবের ৩৭ বছরের শাসনের অবসান হবে এবং তারা উদযাপন করবেন।
কিন্তু তারা হতাশ হন যখন মুগাবে দাবি করেন যে তিনি আগামী মাসে জানু পিএফ দলের সম্মেলনে সভাপতিত্ব করবেন।
তিনি পদত্যাগের কথা উল্লেখ করেননি এবং মনে হয়েছে তিনি সামরিক হস্তক্ষেপকে কোন গুরুত্ব দিচ্ছেন না।
রবিবার জিম্বাবুয়ের ক্ষমতাসীন জানু পিএফ (ZANU-PF)দল রবিবার এক বৈঠকে মুগাবেকে পদত্যাগ করার জন্য ওই চুড়ান্ত সময় সীমা দেয়। এছাড়াও তারা, প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে দলের নেতা হিসেবে বরখাস্ত ক’রে সাবেক ভাইস প্রেসিডেন্ট এমারসান এমনাঙ্গাওয়াকে দলের নতুন প্রধান হিসেবে নিয়োগ করে। গত সপ্তাহে মুগাবে এমনাঙ্গাওয়াকে জিম্বাবুয়ের ভাইস প্রেসিডেন্ট হিসেবে বরখাস্ত করেন।