অ্যাকসেসিবিলিটি লিংক

জিম্বাবওয়ের বিতর্কিত নির্বাচনে মুগাবের বিজয় সম্ভাবনা


ভোটদাতারা জিম্বাবওয়ের জাতীয় নির্বাচনের ফলাফলের জন্যে অপেক্ষা করছেন। মনে হচ্ছে যে এই নির্বাচনেও প্রেসিডেন্ট রবার্ট মুগাবের ৩৩ বছরের শাসনের মেয়াদ আরও বৃদ্ধি পাবে। বিরোধীরা নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছে।

এ পর্যন্ত প্রকাশিত ফলাফলে আভাষ পাওয়া যাচ্ছে যে প্রেসিডেন্ট মুগাবের ZANU-PF দল সংসদে দুই তৃতীয়াংশ আসনে জয়লাভ করতে যাচ্ছে , অর্থাৎ ১৪০ টি আসনে জয়লাভ করবে। এর ফলে তারা সংবিধানে পরিবর্তন আনতে পারবে।

গতকাল শুক্রবার জিম্বাবওয়ের নির্বাচন কমিশন থেকে পাওয়া হিসেবে দেখা যাচ্ছে যে ২১০ আসন বিশিষ্ট এই সংসদে প্রধানমন্ত্রী মর্গান চ্যাঙেরাইয়ের Movement for Democratic Change দলটি অনেক অল্প আসন পাবে। সোমবার নাগাদ পুর্ণ ফলাফল আশা করা হচ্ছে।

বিরোধী নেতা বুধবারের ঐ প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনকে বিশাল এক প্রহসন বলে সমালোচনা করেছেন। বিরোধী দল নির্বাচনের ফলাফল্ প্রত্যাখ্যান করার সঙ্কল্প প্রকাশ করেছে এবং আশঙ্কা হরা হচ্ছে যে ২০০৮ সালের বিতর্কিত নির্বাচনের পর এবারও রক্তাক্ত সহিংসতার পুনরাবৃত্তি ঘটতে পারে।
XS
SM
MD
LG