রেভ্যুলিউশানারী গার্ডসের এরোস্পেস কমান্ডার আজ রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, আমি এর সম্পুর্ণ দায়িত্ব গ্রহণ করছি এবং এ ব্যাপারে যে সিদ্ধান্তই নেয়া হোক আমি তা মেনে চলবো।
ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দেল মাহদিসহ হাজার হাজার শোক সন্তপ্ত মানুষ আজ শীর্ষ ইরানি সামরিক কমান্ডার কাসেম সোলায়মানি, ইরাকি কমান্ডার আবু মাহদি আল মুহান্দিস এবং আরও আটজন ইরাকি সামরিক কর্মকর্তার জানাজা মিছিলে অংশ নেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের বিমান হামলায় বাগদাদ বিমানবন্দরে এঁরা নিহত হন।
ইউক্রেনের পুর্বাঞ্চলে সে দেশের নিরাপত্তা বাহিনী এবং রুশ পন্থি জঙ্গিদের মধ্যে লড়াইয়ে অন্তত ৫ জন জঙ্গি নিহত হয়েছে । রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিয়েভ সরকারের সামরিক তৎপরতাকে অপরাধ বলে অভিহিত করেন।
ইউক্রেন সে দেশের পুর্বাঞ্চলে রুশ পন্থি বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে ইস্টারের সময়ে সন্ধি বাতিল করেছে এবং বলছে যে সন্ত্রাসবিরোধী অভিযান আবার চালু করা হয়েছে। ও দিকে রাশিয়াও পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এশিয়ার চারটি দেশ সফরের শুরুতেই জাপান গিয়ে পৌছেছেন। সেখানে তিনি মিত্রদের আশ্বস্ত করার চেষ্টা করবেন যে ওয়াশিংটন প্রশান্ত মহাসগরীয় অঞ্চলে ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ।
ইউক্রেনের অন্তবর্তী প্রেসিডেন্ট ওলেকসান্দার তুরচিনফ নিরাপত্তা বাহিনীকে ইউক্রেনের পূর্বাঞ্চলে তাদের সন্ত্রাস বিরোধী তৎপরতা আবারও শুরু করার আদেশ দিয়েছেন। এর আগে তাঁর নিজের দলের একজন স্থানীয় রাজনীতিক এবং আরও একজনকে নির্যাতন করে হত্যা করা হয়।
রুশ পন্থি জঙ্গিদের তাদের দখল করা ভবন থেকে উৎখাত করার জন্যে নিরাপত্তা বাহিনীর অভিযান , ইউক্রেন সরকার স্থগিত করেছে। পররাষ্ট্র মন্ত্রী আদ্রি দেশচিৎসিয়া বলছেন যে এই বিরতির কারণে Organization for Security and Cooperation in Europe , সংক্ষেপে OSCE ‘র পর্যবেক্ষকরা আরও সংগঠিত হবার সময় পাবে।
পাকিস্তানে পুলিশ বলছে যে বন্দুকধারীরা পাকিস্তানী টেলিভিশনের প্রখ্যাত উপস্থাপককে গুলি করেছ। সে দেশে সাংবাদিকদের ওপর উপর্যুপরি হামলার এটি সর্বসাম্প্রতিক ঘটনা। বেসরকারী টেলিভিশন চ্যানেল জিওর উপস্থাপক হামিদ মীরের ওপর আজ শনিবার করাচিতে আক্রমণ চালানো হয়েছে। তবে আশা করা হচ্ছে যে তিনি প্রাণে বেঁচে যাবেন।
দক্ষিণ কোরিয়ার পুলিশ ঐ নিমজ্জিত ফেরির ক্যাপ্টেইন এবং দু জন নাবিককে আনুষ্ঠানিক ভাবে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তারা ঐ জলযানটি বুধবার নিমজ্জিত হবার সময়ে যাত্রীদের পরিত্যাগ করে চলে যায়।
জিনিভিয়ায় ইউক্রেন সম্পর্কিত আন্তর্জাতিক আলোচনা শুরু হয়েছে এবং যুক্তরাষ্ট্র সেখানে বলেছে যে তারা এ রকম লক্ষণ দেখতে চায় যে এই উত্তেজনা হ্রাসের ব্যাপারটাকে রাশিয়া গুরুত্বের সঙ্গে নিচ্ছে।
স্থানীয় একজন বাশিন্দা ভয়েস অফ আমেরিকাকে বলেন যে এই হামলাকারীরা মেয়েদের একটি ছিনতাই করা ট্রাকে তুলে পালিয়ে যাবার আহে বাড়ি ঘর , অফিস এবং মেয়েদের স্থানীয় সরকারী মাধ্যমিক স্কুলে অগ্নি সংযোগ করে।
রুশ সীমান্তের কাছে ১০টি স্থানে যে সব রুশ পন্থি বিচ্ছিন্নতাবাদী সরকারী ভবন দখল করে রেখেছে , বাহ্যত তাদের বিরুদ্ধে অভিযান চালাতে বিমান ভর্তি ইউক্রেনের সৈন্যরা দেশের পুর্বাঞ্চলের Kramatorsk বিমান বন্দরে অবতরণ করেছে।
তিনি সংবাদদাতাদের বলেন যে অনুসন্ধানের এলাকাটি এখন উল্লেখযোগ্য ভাবে কমিয়ে আনা হয়েছে তবে , স্থল এলাকা থেকে প্রায় হাজার মাইল দূরে ভারত মহাসাগরের পাঁচ কিলোমিটার গভীরে কিছু খুজেঁ বের করার চেষ্টা একটা বড় কাজ এবং এটি বেশ কিছুদিন ধরেই চলবে।
ইউক্রেনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট অলেকসান্দার তুরচিনফ , রুশ পন্থি বিক্ষোভকারীদের ক্ষমা প্রদর্শনের প্রতিশ্রুতি দিয়েছেন যদি তারা তাদের অস্ত্র পরিহার করে এবং পুর্বাঞ্চলের দুটি শহরে অবরোধ করা সরকারী ভবনগুলো ছেড়ে চলে যায়।
ভারতের পুর্বাঞ্চলীয় রাজ্য বিহারে ভোট গ্রহণকালে বোমা বিস্ফোরণে দু জন ভারতীয় সৈন্য নিহত এবং অন্তত তিন জন আহত হয়েছে। সন্দেহ করা হচ্ছে যে মাওবাদী বিদ্রোহীরা এই বোমাটি পেতে রাখে। ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে পশ্চিম আফ্রিকায় বর্তমানের ইবোলা রোগের প্রকোপ হচ্ছে এ পর্যন্ত ভাইরাস সংক্রমিত হবার সব চেয়ে বড় চ্যালেঞ্জ। প্রতিষ্ঠানটির মহাপরিচালক কেইজি ফুকুদা বলছেন যে এই মহামারী নিয়ন্ত্রণে আরও চার মাস লেগে যেতে পারে । এর ফলে ১১০ জনের ও বেশি মারা গেছেন।
কর্তৃপক্ষ বলছে যে খারকিভ শহরে গুলি ছোঁড়া হয় এবং ৬০ জন মস্কো পন্থি বিক্ষোভকারীকে গেপ্তার করা হয়। ও দিকে দক্ষিণের ডনেটস্ক শহরে রুশপন্থি বিক্ষোভকারীরা তৃতীয় দিনের মতো তাদের দখল করা সরকারী স্থাপনায় অবস্থান করছিল।
চীন আজ বলেছে যে মালায়েশিয়ান এয়ারলাইনস এর নিখোঁজ ফ্লাইট MH370 ‘র সন্ধানকারী তাদের একটি জাহাজ ভারত মহাসাগরের দক্ষিনাঞ্চলে রেডিও পালস বা যাকে পিং বলা হয় সেটি খুজে পেয়েছে । এটি এরকম এক ধরণের সঙ্কেত যা কী না নিখোঁজ জেট বিমানের flight data recorder থেকেই হয়ত এসে থাকবে।
আরও লোড করুন