অ্যাকসেসিবিলিটি লিংক

নোবেলজয়ী ড. ইউনূসের ব্যাংক হিসাব তলব


ড. মুহাম্মদ ইউনূস। (ছবি- ইউএনবি)
ড. মুহাম্মদ ইউনূস। (ছবি- ইউএনবি)

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ব্যাংক হিসাব তলব করেছে। তার সব ধরনের অ্যাকাউন্ট এবং ক্রেডিট কার্ডে লেনদেনের তথ্য চেয়ে গত বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিভিন্ন ব্যাংকে চিঠি দিয়েছে বিএফআইইউ।

বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন সংস্থাটি মঙ্গলবারের মধ্যে গ্রামীণ ব্যাংকের এই প্রতিষ্ঠাতার সব লেনদেনের রেকর্ড পাঠাতে বলেছে।

বিএফআইইউ–এর একটি সূত্র জানায়, বিভিন্ন সংস্থাকে ড. ইউনূসের ব্যাংক লেনদেনের তথ্য দিতে বলা হয়েছে। অন্য কোনো সংগঠন ইউনূসের এসব তথ্য চায়নি। নিজস্ব প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক এ তথ্য চেয়েছে।

জানা গেছে, ২০১৬ সালে ইউনূস ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নেয় বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মুহাম্মদ ইউনুস ১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংকের সূচনা থেকেই এর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি গ্রামীণ ব্যাংকের সঙ্গে যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। ২০১১ সালে সরকার তাকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। সরকারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়ে হেরে যান ইউনূস।

XS
SM
MD
LG