অ্যাকসেসিবিলিটি লিংক

শক্তিশালী ভূমিকম্প, তুরস্ক এবং গ্রীসকে কাঁপিয়ে দিয়েছে



এজিয়ান সাগরে শক্তিশালী ভূমিকম্প, তুরস্ক এবং গ্রীস উভয়কেই কাঁপিয়ে দিয়েছে। ফুটেজে দেখা যাচ্ছে তুরস্কের ইজমিরের একটি ধসে পড়া ভবন থেকে অন্তত একজনকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে।
তুরস্কের কর্মকর্তারা বলছেন, শুক্রবার তুরস্কের উপকূল এবং গ্রীক দ্বীপ সামোস বরাবর শক্তিশালী ভূমিকম্পে পশ্চিম ইজমির প্রদেশে অন্তত চারজন নিহত হয়েছে। টুইটার একাউন্ট থেকে তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোকা ও জানিয়েছেন ইজমিরে চারজন নিহত এবং ১২০ জন আহত হয়েছেন। তিনি বলেন, ৩৮টি অ্যাম্বুলেন্স, দুটি অ্যাম্বুলেন্স হেলিকপ্টার এবং ৩৫টি মেডিকেল রেসকিউ টিম এই প্রদেশে কাজ করছে।
ইউরোপিয়ান-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার বলেছে ভূমিকম্পের প্রাথমিক মাত্রা ছিল ৬.৯, যার কেন্দ্রস্থল ছিল সামোস থেকে ১৩ কিলোমিটার উত্তর-পূর্বে এবং তুরস্কের উপকূল থেকে ৩২ কিলোমিটার দূরে।
XS
SM
MD
LG