এ্যাটলান্টিক কাউন্সিল-দক্ষিন এশিয়া কেন্দ্র আয়োজিত বাংলাদেশ কেন্দ্রীক এক আলোচনায়, এই গেলো সপ্তাহেই ওয়াশিংটনে আলোচকেরা বাংলাদেশ ও দক্ষিন এশিয়ার নিরাপত্তা-অগ্রগতি-রাজনীতি,অর্থনীতিসহ নানান বিষয়ে বক্তব্যের অবতারনা করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকর্মি সেলিম হোসেন। আমরা এখন তাঁর রিপোর্ট শুনবো।