বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম বা টিকফা ফোরাম-এর দ্বিতীয় বৈঠক সোমবার ওয়াশিংটনে শুরু হচ্ছে । বাংলাদেশের পক্ষে বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ মামুন এবং যুক্তরাষ্ট্রের পক্ষে দক্ষিণ এশীয় বিষয়ক সহকারী বাণিজ্যিক প্রতিনিধি মাইকেল ডিলানি উদ্বোধনী বৈঠকে এক সাথে সভাপতিত্ব করবেন এবং প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। ২০১৩ সালের ২৫ নভেম্বর এই চুক্তি স্বাক্ষরিত হয়। ইতোমধ্যে দুই দেশের মধ্যেকার ৬ শ কোটি ডলারের বেশি বাণিজ্য যাতে আরও বৃদ্ধি পায় তা এই বৈঠকে আলোচিত হবে। ঢাকায় যুক্তরাষ্ট্রের মিশন উপপ্রধান ডেভিড মিলি বৈঠকে উপস্থিত থাকবেন।...ঢাকা থেকে আমীর খসরু.