অ্যাকসেসিবিলিটি লিংক

কলকাতায় বাংলাদেশের বিজয় উৎসবের সূচনা


ভারতীয় তথা বাঙালি শিল্পপতিদের বাংলাদেশে বিনিয়োগের আবেদন জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশের বিজয় উৎসবের সূচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই আবেদন জানান আমু সাহেব। তাঁর দাবি, দেশি-বিদেশি বিনিয়োগ টানার লক্ষ্যে বাংলাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গঠন করা হচ্ছে। যেখানে দেশ-বিদেশের লগ্নিকারীদের সমস্ত রকমের সুযোগ-সুবিধা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উৎসবের আয়োজকদের তারিফ করেন। তিনি বলেন ৪৫ বছর হল বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। তবে এতদিন পরও এত কাজের মধ্যে বিজয় উৎসব পালনের দিনটি এত শ্রদ্ধা সহকারে পালন করা হয়, তার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। মায়ের ঋণ যেমন শোধ করা যায় না, ঠিক তেমনই দেশমাতৃকার ঋণও শোধ করা যায় না বলেও উল্লেখ করেন মমতা। ডেপুটি হাইকমিশনার বলেন, আগামী ঊনিশে ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। প্রায় পঞ্চাশটি বেশি স্টল থাকবে এবারের উৎসবে। প্রতিদিন দুপুর দুটো থেকে রাত আটটা পর্যন্ত চলবে এই উৎসব। যেখানে বাংলাদেশের নামী শিল্পীরা প্রতিদিন অনুষ্ঠান পরিবেশন করবেন। একই সাথে এদিন কলকাতার ফোর্ট উইলিয়ামেও যথোচিত মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়।

please wait

No media source currently available

0:00 0:01:35 0:00


XS
SM
MD
LG