প্রেসিডেন্ট আবদুল হামিদ বিএনপিসহ অন্যান্য কয়েকটি রাজনৈতিক দলের সাথে নির্বাচন কমিশন পুর্নগঠনে সংলাপ অনুষ্ঠান শেষে সার্চ কমিটির সদস্যদের নাম প্রস্তাব করেন এবং ওই কমিটি গঠিত হয়। তবে বিরোধী দল বিএনপি শুক্রবার আনুষ্ঠানিকভাবে ওই সার্চ কমিটি প্রত্যাখ্যান করেছে। বিএনপি বলেছে, ওই সার্চ কমিটির ৬ জন সদস্যের মধ্যে ৫ জনই ক্ষমতাসীন আওয়ামী লীগের অনুগত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের ইচ্ছা পূরণের লক্ষ্যে অনুগত ব্যক্তিদের দিয়ে গঠিত সার্চ কমিটির মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন সম্ভব নয়।
এদিকে, ঢাকাস্থ পশ্চিমা দেশসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা নির্বাচন কমিশন পুর্নগঠন নিয়ে প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের জন্য ইচ্ছা পোষণ করেছেন। ওই সব কূটনীতিকদের পক্ষে জাতিসংঘের ঢাকাস্থ স্থায়ী প্রতিনিধি প্রেসিডেন্টের সাথে সাক্ষাত কামনা করে যথাযথ কর্তৃপক্ষের কাছে একটি চিঠিও পাঠিয়েছেন।