জাতিসংঘের স্পেশাল র্যাপোটিয়ার ইয়াংহি লি রোহিঙ্গাদের কষ্টকর পরিস্থিতি দূর করা এবং দুর্দশা লাঘবে অবিলম্বে ত্বরিৎ ব্যবস্থা গ্রহণের জন্য মিয়ানমার সরকারের প্রতি আহবান জানিয়েছেন।কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং রোহিঙ্গাদের উপরে অত্যাচার-নির্যাতনের বর্ণনা তাদের নিজ মুখ থেকে শোনার জন্য গেল সপ্তাহে ৪ দিনের জন্য বাংলাদেশ সফর করে যাওয়া মিয়ানমারে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের স্পেশাল র্যাপোটিয়ার ইয়াংহি লি রোহিঙ্গাদের কষ্টকর পরিস্থিতি দূর করা এবং দুর্দশা লাঘবে অবিলম্বে ত্বরিৎ ব্যবস্থা গ্রহণের জন্য মিয়ানমার সরকারের প্রতি আহবান জানিয়েছেন। জেনেভা থেকে সোমবার প্রদত্ত এক বিবৃতিতে স্পেশাল র্যাপোটিয়ার ইয়াংহি লি বলেন, রোহিঙ্গারা যে সীমাহীন অত্যাচার, নির্যাতন, নিষ্ঠুরতার শিকার হয়েছেন-তা আমি আগে যা ভেবেছিলাম তার চেয়েও ভয়ংকর এবং ভয়াবহ। তিনি মিয়ানমার সরকারের উদ্দেশ্য বলেন, প্রতিনিয়ত যে বৈষম্য, বিভেদ এবং মানবাধিকার লংঘনের শিকার হচ্ছে ওই জনগোষ্ঠী-তা অবিলম্বে বন্ধ করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। জাতিসংঘের স্পেশাল র্যাপোটিয়ার -যে বর্বরোচিত ঘটনা ঘটে গেছে তার সুষ্ঠু, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন মিয়ানমার সরকারের কাছে।