অ্যাকসেসিবিলিটি লিংক

বিজেপি-কে ঠেকানোর চেষ্টায় পরম শত্রু তৃণমূল কংগ্রেসের সঙ্গেও কি সিপিএম হাত মেলাবে?


জন্ম-শত্রু কংগ্রেস আর সিপিএম যে কোনও দিন হাত মেলাতে পারে, তা বাঘে-গরুতে এক ঘাটে জল খাওয়ার মতই অসম্ভব ভাবা হত। তবু তা ঘটেছে। এ বার পরম শত্রু তৃণমূল কংগ্রেসের সঙ্গেও কি সিপিএম হাত মেলাবে বিজেপি-কে ঠেকানোর চেষ্টায়? সিপিএম নেতা গৌতম দেব প্রকাশ্যে এ প্রস্তাব দিয়ে রাজনৈতিক মহলে হুলুস্থুল ফেলে দিয়েছেন। তৃণমূল নেতা সুখেন্দুশেখর রায় এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। সব মহলেই প্রশ্ন, এটা কি গৌতম দেবের ব্যক্তিগত মত, না, দলের মত? সরকারি ভাবে সিপিএম বা তৃণমূল এ প্রস্তাবকে গুরুত্ব দিচ্ছে না। তবে গৌতম দেবের এই প্রকাশ্য উক্তি ও সুখেন্দুশেখর রায়ের প্রতিক্রিয়ায় এটা স্পষ্ট, বিজেপিকে নিয়ে দুই দলই উদ্বেগে। সর্ব-ভারতীয় ক্ষেত্রে যদি সব অ-বিজেপি দলেরা জোটের কথা ভাবতে পারে, পশ্চিমবঙ্গেই বা নয় কেন?

please wait

No media source currently available

0:00 0:00:53 0:00

XS
SM
MD
LG