অ্যাকসেসিবিলিটি লিংক

গুলশান কাঁচাবাজারে আগুন, ২১১টি দোকান ক্ষতিগ্রস্ত


বনানীর ভয়াবহ অগ্নিকান্ডের রেশ কাটতে না কাটতেই শনিবার ভোর পৌনে ছয়টায় গুলশান-১-এর কাঁচাবাজারে লাগা আগুনে ২৯১টি দোকানের মধ্যে ২১১টিই ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পার্শ্ববর্তী অন্য বাজারও ক্ষতিগ্রস্ত হয়। দমকলবাহিনী প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পরে টিনশেড ওই বাজারের আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আশপাশে পর্যাপ্ত পানি না পাওয়ায় তাদের যথেষ্ট ঝক্কি পোহাতে হয়। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দোকান মালিকদের ক্ষতি হয়েছে বিস্তর।

আবারও ঢাকার ডিএনসিসি মার্কেটে আগ্নিকান্ড
please wait

No media source currently available

0:00 0:03:52 0:00

বনানীর ভয়াবহ অগ্নিকান্ডের রেশ কাটতে না কাটতেই শনিবার ভোর পৌনে ছয়টায় গুলশান-১-এর কাঁচাবাজারে লাগা আগুনে ২৯১টি দোকানের মধ্যে ২১১টিই ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পার্শ্ববর্তী অন্য বাজারও ক্ষতিগ্রস্ত হয়। দমকলবাহিনী প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পরে টিনশেড ওই বাজারের আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আশপাশে পর্যাপ্ত পানি না পাওয়ায় তাদের যথেষ্ট ঝক্কি পোহাতে হয়। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দোকান মালিকদের ক্ষতি হয়েছে বিস্তর।

২০১৭ সালেও একই বাজারে আগুন লাগার পরে বাজারটি অগ্নিনির্বাপন ব্যবস্থাসহ পুননির্মাণের সিদ্ধান্ত কর্তৃপক্ষ নিলেও, মামলা-মোকদ্দমার কারণে তা পারা যায়নি। ঘটনাস্থল পরিদর্শনকালে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম গার্মেন্টস কারখানার মতো অগ্নিনির্বাপনে যথাযথ ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছেন। এদিকে, বনানী অগ্নিকান্ডে আরো একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় প্রাণহানীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে। বনানী অগ্নিকান্ডে ঘটিত তদন্ত কমিটিগুলো কাজ শুরু করেছে। ...ঢাকা থেকে আমীর খসরু

please wait

No media source currently available

0:00 0:01:02 0:00

XS
SM
MD
LG