অ্যাকসেসিবিলিটি লিংক

নুসরাতের পরিবারকে সব ধরণের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর


নৃশংস হত্যাকান্ডের শিকার মাদ্রাসার ছাত্রী নুসরাতের বাবা-মা সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন। এ সময় প্রধানমন্ত্রী তাদের সান্তনা, সমবেদনা এবং সব ধরনের সহযোগিতা দেয়ার কথা জানিয়ে এই মর্মে আশ্বাস ও নিশ্চয়তা দিয়েছেন যে, অপরাধীরা কোনোভাবেই রেহাই পাবে না, শাস্তি তাদের পেতেই হবে। এদিকে, হত্যা মামলার অন্যতম দু'জন আসামী নূরউদ্দিন এবং শামীম ফেনীতে ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা তাহেরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নৃশংস হত্যাকান্ডের শিকার মাদ্রাসার ছাত্রী নুসরাতের বাবা-মা সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন। এ সময় প্রধানমন্ত্রী তাদের সান্তনা, সমবেদনা এবং সব ধরনের সহযোগিতা দেয়ার কথা জানিয়ে এই মর্মে আশ্বাস ও নিশ্চয়তা দিয়েছেন যে, অপরাধীরা কোনোভাবেই রেহাই পাবে না, শাস্তি তাদের পেতেই হবে। এদিকে, হত্যা মামলার অন্যতম দু'জন আসামী নূরউদ্দিন এবং শামীম ফেনীতে ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা তাহেরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নুসরাত হত্যা মামলার আরেক আসামী পৌর কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মাকসুদ আলমকে ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের ব্যুরো অব ইনভিস্টিগেশন বা পিবিআইকে তৎকালীন ওই ওসির বিরুদ্ধে অভিযোগ তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।...ঢাকা থেকে আমীর খসরু

please wait

No media source currently available

0:00 0:00:51 0:00

XS
SM
MD
LG