ডেঙ্গুর ব্যাপক বিস্তারে অনেকের কাছেই এবারের ঈদুল আযহা আনন্দহীন-ভিন্নমাত্রার। হাসপাতালগুলোতে ঈদের দিনেও ডেঙ্গু নিয়ে অনেকেই ভর্তি হয়েছেন। অনেকে ছুটোছুটি করেছেন রক্ত পরীক্ষার জন্য। সোমবার রাজশাহীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন একজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২০৯৩ জন দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন এখনও ৯ হাজারের বেশি ডেঙ্গু রোগী - এদের মধ্যে শিশুরাও রয়েছে। যারা বাসায় বসে চিকিৎসা নিচ্ছেন তাদের কাছেও ঈদের দিনটি ছিল আনন্দহীন।
ঈদের জামাতগুলোতে ডেঙ্গু আক্রান্তদের জন্য দোয়া করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম মশক নিধন এবং মশার উৎসস্থল পরিস্কারের ওপর গুরুত্বারোপ করেছেন। ....ঢাকা থেকে আমীর খসরু