বাংলাদেশের খুলনা বিভাগ এবং রাজশাহী, পাবনা, গোপালগঞ্জ ও পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস।
শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) এক বুলেটিনে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় বাংলাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
অধিদপ্তর আরও জানিয়েছে, পরবর্তী দুই দিনে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।
তবে ময়মনসিংহ, ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও রংপুর বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও তীব্র বজ্রসহ বৃষ্টি অথবা বিচ্ছিন্ন জায়গায় শিলাবৃষ্টিসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এতে বলা হয়েছে, বাংলাদেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এদিকে শনিবার বাংলাদেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। সেখানে প্রতিদিনই তাপমাত্রা বাড়ছে। শনিবার চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে অতিষ্ঠ জেলার মানুষসহ প্রাণীকুল। গরমের কারণে বিভিন্ন স্থানে গাছের ছায়ায় অনেককেই বসে বিশ্রাম নিতে দেখা গেছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস বলছে, এ জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছেন মানুষ। স্বস্তিতে নেই পশু-পাখিও। বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় মানুষ মাত্রাতিরিক্ত ঘামছেন।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ সামাদুল হক জানান, জেলার ওপর দিয়ে বয়ে চলেছে তাপপ্রবাহ। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটাই জেলার এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।