অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের তামিলনাড়ুতে হ্রদের রঙ গোলাপী


ভারতের তামিলনাড়ুতে হ্রদের রঙ গোলাপী
please wait

No media source currently available

0:00 0:00:42 0:00

বুধবার ভারতের তামিলনাড়ু রাজ্যে আবর্জনার স্তূপের সামনের একটি হ্রদের পানি রহস্যজনকভাবে গোলাপী রঙের হয়ে যায়। এতে আশেপাশের বাসিন্দারা উদ্বিগ্ন হয়ে উঠেছেন।

এই আবর্জনার স্তূপে রয়েছে নানা ধরণের রাসায়নিক ও চিকিৎসা সেবায় ব্যবহৃত বর্জ্য সহ সকল প্রকার বর্জ্য পদার্থ।

চন্দ্রু নামে স্থানীয় এক ব্যক্তি জানান, এপ্রিল মাসে ঐ আবর্জনার স্তূপে আগুন লাগার পর পানির রঙ বদলে যায়।

স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং তামিলনাড়ু পলিউশন কন্ট্রোল বোর্ডের গবেষকরা মনে করেন যে আগুনের কারণে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া ও এর সাথে মিথেন গ্যাসের দূষণের ফলে শৈবাল বিস্তার হওয়ায় হ্রদটির রঙ গোলাপী হয়ে গেছে।

এটি দ্বিতীয় বার যে কোনো হ্রদের রঙ গোলাপি হয়ে গেল। ২০২০ সালে সবাই খুব অবাক হয়েছিল যখন ভারতের পশ্চিমের মহারাষ্ট্র রাজ্যের লোনার হ্রদ শৈবাল এবং পানির লবণাক্ততা বেড়ে যাওয়ার কারণে গোলাপী রঙের হয়ে যায়। (রয়টার্স)

XS
SM
MD
LG