অ্যাকসেসিবিলিটি লিংক

মহানবীকে নিয়ে অবমাননাকর মন্তব্য: ঢাকায় বিক্ষোভ-মিছিল


ভারতের ক্ষমতাসীন বিজেপির দুই নেতার নবী মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে, শুক্রবার (১০ জুন) বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশটির বিভিন্ন স্থানে, জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, “জুমার নামাজের পর ঢাকায় বায়তুল মোকাররম মসজিদ থেকে কয়েক হাজার মুসল্লি রাস্তায় নেমে আসে এবং মোতায়েন করা বিপুল সংখ্যক পুলিশের মধ্যে, কাকরাইলের নাইটিংগেল মোড় পর্যন্ত মিছিল করে।"

রাজধানীর তেজগাঁও ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায়ও বিক্ষোভ হয়েছে বলে খবর পাওয়া গেছে। (ইউএনবি)

তবে, এসব বিক্ষোভ মিছিলে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

নবী মুহাম্মদ সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য, ভারতের ক্ষমতাসীন বিজেপি ইতোমধ্যে তাদের মুখপাত্র নূপুর শর্মাকে বরখাস্ত করেছে। দলের আরেক নেতা, নবীন জিন্দালকেও একই ধরনের অপরাধে বহিষ্কার করা হয়েছে।

এ ঘটনায় ভারত, মুসলিম সংখ্যাগরিষ্ঠ, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে কূটনৈতিক চাপের সম্মুখীন হয়েছে।

XS
SM
MD
LG