অ্যাকসেসিবিলিটি লিংক

ইকুয়েডরে বিক্ষোভ


ইকুয়েডরে বিক্ষোভ
please wait

No media source currently available

0:00 0:00:48 0:00

তেল উৎপাদনকারী দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং দারিদ্র্যের মধ্যে জ্বালানির দাম কমানোর দাবিতে সোমবার সর্বশেষ বিক্ষোভে আদিবাসী বিক্ষোভকারীরা দেশটি জুড়ে রাস্তা অবরোধ করে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দেশব্যাপী বিক্ষোভটি মধ্যরাত থেকে শুরু হয় এবং ইকুয়েডরের ২৪টি প্রদেশের মধ্যে অন্তত ১০টিতে জলন্ত চাকা, বালির বস্তা, পাথর এবং গাছের ডাল দিয়ে রাস্তা অবরুদ্ধ করে রাখা হয়েছে।রাজধানী কুইটোতে প্রবেশের পথ আংশিকভাবে বন্ধ হয়ে গেছে।

ইকুয়েডরের শক্তিশালী কনফেডারেশন অফ ইনডিজিনাস ন্যাশনালিটিস অফ ইকুয়েডর (কোনাই) এই বিক্ষোভের ডাক দেয়। ১৯৯৭ থেকে ২০০৫ সালের মধ্যে তিনজন প্রেসিডেন্টকে পদচ্যুত করতে সহায়তা করেছে এই কোনাই।

ইকুয়েডরের ১৭.৭ মিলিয়ন বাসিন্দার মধ্যে এক মিলিয়নের বেশি হচ্ছে আদিবাসী।

রবিবার রাতে প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো সতর্ক করে দিয়ে বলেন সরকার রাস্তা বা তেল স্থাপনাগুলো বিক্ষোভকারীদের দখলে নিতে দেবে না। (এএফপি)

XS
SM
MD
LG