মঙ্গলবার ৮ম আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস উপলক্ষ্যে ভারতের ঐতিহ্যবাহী মহীশূর শহরে যোগ ব্যায়ামে অংশ নিতে কয়েক হাজার মানুষ জড়ো হয়।
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের এই যোগ ব্যায়াম আয়োজনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অংশ নেন।
এ বছরের যোগ ব্যায়াম দিবসের থিম হচ্ছে ‘মানবতার জন্য যোগ ব্যায়াম’।
মোদী তার বক্তৃতায় বলেন, "যোগ ব্যায়াম জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক সংঘাতের মতো বৈশ্বিক চ্যালেঞ্জগুলির প্রতি আমাদের সচেতন, দক্ষ এবং সহানুভূতিশীল করে তোলে।"
তুষার-ঢাকা পর্বত সীমান্তে মোতায়েন করা সৈন্যরাও দিনটি উদযাপন করতে যোগ ব্যায়াম করেছে। (এপি)