অস্ট্রেলিয়ার প্রত্যন্ত মওসন স্টেশনে বছরের সবচেয়ে ছোট দিন এবং দীর্ঘতম রাতে অ্যান্টার্কটিক সাঁতারু দল ঐতিহ্যবাহী বরফগলা পানিতে সাঁতরে বেড়ায়।
মওসন স্টেশনের বাসিন্দারা বর্তমানে সারা দিন সূর্যের মুখ দেখতে পান না।
তা দেখতে অপেক্ষা করতে হবে এক সপ্তাহ। দুঃসাহসী ওই সাঁতারুরা মাইনাস ১৯ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার মধ্যে বরফের পানিতে ডুব দিয়েছিল – এসময় হিমশীতল বাতাসে তাপমাত্রা প্রায় মাইনাস ২৫ ডিগ্রিতে নেমে আসে।