অ্যাকসেসিবিলিটি লিংক

বন্যা মোকাবেলায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানালেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান


বন্যা মোকাবেলায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানালেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান
বন্যা মোকাবেলায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানালেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান

বাংলাদেশের চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। শনিবার (২ জুলাই) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের মধ্যে সরকারি ভাবে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত আছে। সরকারের পাশাপাশি যারা বেসরকারি ভাবে ত্রাণ বিতরণ করছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এখন দুর্গত মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন বিশুদ্ধ পানি ও খাদ্য সামগ্রী। তাই, বন্যা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে। দাঁড়াতে হবে অসহায় মানুষের পাশে। করতে হবে সাধ্যমতো সহায়তা।”

পরিকল্পনামন্ত্রী বলেন, “বন্যায় ক্ষতি হওয়া কাঁচা ঘরবাড়ি মেরামতের জন্য সরকারিভাবে টিনসহ মেরামত সামগ্রী দেয়া হবে।”

মতবিনিময়কালে, সুনামগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রবীণ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

XS
SM
MD
LG