অ্যাকসেসিবিলিটি লিংক

অস্ট্রেলিয়ার সিডনিতে বন্যা


অস্ট্রেলিয়ার সিডনিতে বন্যা
please wait

No media source currently available

0:00 0:00:39 0:00

ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ব্যাপক বন্যার কারণে অস্ট্রেলিয়ার বৃহত্তম শহরের আরও বাসিন্দাদেরকে তাদের বাড়িঘর খালি করতে বা খালি করার প্রস্তুতি নিতে বলা হয়েছে।

মঙ্গলবার জরুরি কর্তৃপক্ষ নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনির ৫০ হাজার বাসিন্দার জন্য সরে যাওয়ার আদেশ এবং সতর্কতা জারি করেছে, সোমবার এ সতর্কতা ছিল ৩২ হাজার বাসিন্দার জন্য। একটি শক্তিশালী ঝড়ের কারণে বেশ কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টি পড়ছে। এর ফলে বাঁধ এবং নদী উপচে পড়েছে, রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং সিডনি ও এর আশেপাশে শত শত বাড়িঘর প্লাবিত হয়েছে। জরুরি অবস্থার কর্মীরা সারারাত ধরে বাড়িতে আটকে পড়া কিংবা প্লাবিত রাস্তায় আটকে পড়া গাড়ি থেকে লোকজনকে উদ্ধার করেছে।

নিউ সাউথ ওয়েলস রাজ্য জুড়ে ২৩টি এলাকায় প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা করা হয়েছে, যা ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য আর্থিক সহায়তা অনুমোদন করে।

সোমবার জ্বালানি শেষ হওয়ার পর থেকে সিডনির উপকূলে ভেসে আসা একটি পণ্যবাহী জাহাজকে টেনে আনার প্রচেষ্টা এ ঝড়ের কারণে জটিল হয়ে উঠেছে।

২০২১ সালের মার্চ থেকে সিডনি চতুর্থবারের মতো বৃহৎ বন্যার সম্মুখীন হচ্ছে। এর ফলে কোটি কোটি ডলারের ক্ষতি হতে পারে।

XS
SM
MD
LG