দেশগুলো লিঙ্গ সমতায় পৌঁছানোর ক্ষেত্রে কতটা কাছাকাছি রয়েছে, তার ভিত্তিতে প্রতিবেদনে অবস্থান নির্ধারণ করা হয়েছে। ডব্লিওইএফ এর চারটি মূল ভিত্তি হলো; অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ, শিক্ষাগত অর্জন, স্বাস্থ্য ও অস্তিত্ব এবং রাজনৈতিক ক্ষমতায়ন। এই পরিমাপগুলোর ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
বুধবার (১৩ জুলাই) প্রকাশিত প্রতিবেদনের ১৬তম সংস্করণ অনুসারে, বাংলাদেশের নারীদের ক্ষেত্রে ২০২১ থেকে ২০২২ সালে সামগ্রিক লিঙ্গ-সমতা হ্রাস পেয়েছে। শিক্ষাগত অর্জনে দুর্বল কর্মক্ষমতার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
এছাড়া, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগের দিক থেকে খুব খারাপ স্কোর করেছে বাংলাদেশ। ১৪১ অবস্থানে থেকে এটি শুধুমাত্র মিশর, ভারত, ইরান, পাকিস্তান ও আফগানিস্তানের চেয়ে এগিয়ে।
লিঙ্গ সমতা অর্জনে সবচেয়ে কাছাকাছি থাকা আইসল্যান্ড ১৩ তম বারের জন্য বিশ্বের সর্বাধিক লিঙ্গ-সমতাভিত্তিক দেশ হিসাবে চিহ্নিত হয়েছে৷ আফগানিস্তানে যা সর্বনিম্ন।