অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের পুঁজিবাজারকে অটোমেটেড করা হবে: প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক


প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, “শেয়ারবাজারের ফটকা কারবারি রোধে এবং বিনিয়োগকারীদের দুশ্চিন্তামুক্ত রাখতে, ঢাকা স্টক এক্সচেঞ্জকে প্রযুক্তি সহায়তা দেবে আইসিটি বিভাগ। অর্থনীতির অগ্রগতির জন্য পুঁজিবাজারকে শক্তিশালী করতে অটোমেটেড ও ডিজিটাইজড করা হবে।”

রবিবার (৩১ জুলাই) রাতে রাজধানীর বারিধারায় একটি ব্রোকারেজ হাউজ-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “অর্থনীতির অগ্রগতির জন্য পুঁজিবাজারকে শক্তিশালী করতে হবে। ‘এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনোমি (ইডিজিই)’ প্রকল্পের আওতায় বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জকে গ্রাহক ও বিনিয়োগকারীদের কল্যাণে অটোমেটেড ও ডিজিটাইজড করা হবে।”

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, “আইসিটি বিভাগের পক্ষ থেকে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন-এর চেয়ারম্যানের সঙ্গে বৈঠক হয়েছে। এজন্য ব্রোকারেজ হাউজগুলোকে গ্রাহকের বিশ্বাস ও আস্থা অর্জন করতে হবে।”

XS
SM
MD
LG