অ্যাকসেসিবিলিটি লিংক

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল


বিএনপি সমাবেশ
বিএনপি সমাবেশ

বাংলাদেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের সমালোচনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “সরকারের এই সিদ্ধান্তের কারণে সমস্ত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য আরও বাড়লে, সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠবে।জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে দেশের অর্থনীতিতে ভয়াবহ প্রভাব পড়বে এবং সাধারণ মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “গতরাতে (৫ আগস্ট) জ্বালানি তেলের মূল্য একধাপে প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। যা কাটা ঘায়ে নুনের ছিটা ছাড়া কিছু নয়।” শনিবার (৬ আগস্ট) নয়াপল্টনে কেন্দ্রীয় অফিসের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, “যাতায়াতের ভাড়া বাড়বে; এছাড়া চাল, ডাল, লবণ ও ভোজ্য তেলসহ সকল পণ্যের দাম বাড়বে।পুরো দেশে এর প্রভাব পড়বে।”

বিএনপি মহাসচিব বলেন, “জ্বালানি প্রতিমন্ত্রী গত শুক্রবার জ্বালানি তেলের কিছুটা মূল্যবৃদ্ধির ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু শুক্রবার রাতে তা অসহনীয় মাত্রায় বাড়ানো হয়েছে।”

XS
SM
MD
LG