অ্যাকসেসিবিলিটি লিংক

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব টেকনাফের জেলেদের জীবনেও পড়েছে


জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব টেকনাফের জেলেদের জীবনেও পড়েছে। তেলের মূল্য বৃদ্ধির ফলে অনেক জেলেই এখন আর তাদের নৌকা নিয়ে গভীর সমুদ্রে যাচ্ছেন না।

বাংলাদেশ সরকার বিশ্ব বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের মূল্য বাড়িয়েছে। শনিবার (৬ আগস্ট) রাত ১২টা থেকে পরিবর্তিত মূল্য কার্যকর হয়েছে।

এই পরিবর্তিত মূল্য অনুযায়ী ডিপোর ৪০ কিলোমিটারের মধ্যে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম খুচরা প্রতি লিটার ১১৪ টাকা, অকটেনের দাম প্রতি লিটার ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

XS
SM
MD
LG