অ্যাকসেসিবিলিটি লিংক

স্পেনে টমেটো যুদ্ধ


স্পেনে টমেটো যুদ্ধ
please wait

No media source currently available

0:00 0:00:45 0:00

স্পেনে আনন্দ উৎসবে অংশগ্রহণকারী ২০,০০০ এরও বেশি মানুষ বুধবার "লা টোমাটিনা"-তে একে অপরের দিকে টমেটো ছুঁড়েছে। এটি স্পেনের সবচেয়ে বিখ্যাত খাদ্য লড়াই উৎসব, যেটি কোভিড বিধিনিষেধের কারণে দুই বছরের বিরতির পর আবার শুরু হয়েছে।

১,৩০,০০০ টন পাকা টমেটো বোঝাই ট্রাকগুলি উপকূলীয় গন্তব্য ভ্যালেন্সিয়া থেকে ৪০ কিলোমিটার (২৪.৮ মাইল) দূরে মধ্য বুনোলের মধ্য দিয়ে যাওয়ার সময় পর্যটক এবং স্থানীয়রা উল্লাস প্রকাশ করে। যেখানেই খাবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেই ঢালু রাস্তা লাল হয়ে যায়।

কোভিড মহামারির কারণে দুই বছর বিরতির পরে প্রায় এক ঘন্টা ধরে অবিরত টমেটো ছোঁড়া ছুঁড়িতে মেতে ছিল সবাই।

(রয়টার্স)

XS
SM
MD
LG