অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে লঞ্চ ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা কমেছে


ফাইল ছবি-বাংলাদেশের সদরঘাট লঞ্চ টার্মিনালে, ঈদ-উল-ফিতর উদযাপনের জন্য বাড়ি যাওয়ার জন্য যাত্রীবাহী ফেরিতে বসে মানুষ। ৩০ এপ্রিল, ২০২২।
ফাইল ছবি-বাংলাদেশের সদরঘাট লঞ্চ টার্মিনালে, ঈদ-উল-ফিতর উদযাপনের জন্য বাড়ি যাওয়ার জন্য যাত্রীবাহী ফেরিতে বসে মানুষ। ৩০ এপ্রিল, ২০২২।

নৌযানের যাত্রীভাড়া হ্রাস করে পুনর্নির্ধারণ করা হয়েছে। এর ফলে, প্রতি কিলোমিটারে ভাড়া কমেছে ১৫ পয়সা। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে পুনর্নির্ধারিত ভাড়া কার্যকর কবে। নৌপরিবহন মন্ত্রণালয় বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, “নৌযানের যাত্রীভাড়া কমানোর ফলে ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য জনপ্রতি যাত্রীভাড়া প্রতি কিলোমিটারে ৩ টাকা থেকে ১৫ পয়সা কমিয়ে ২ টাকা ৮৫ পয়সা এবং প্রথম ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য, প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রীভাড়া ২ টাকা ৬০ পয়সা থেকে ১৫ পয়সা কমিয়ে ২টাকা ৪৫ পয়সা পুনর্নির্ধারণ করা হয়েছে। এছাড়া জনপ্রতি যাত্রীভাড়া সর্বনিম্ন ৩৩ টাকা থেকে ৩ টাকা হ্রাস করে ৩০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।”

উল্লেখ্য, ২০২১ সালে নৌযানে যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করায়, ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের যাত্রীভাড়া ছিল ২ টাকা ৩০ পয়সা। ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের যাত্রীভাড়া ছিল ২ টাকা। জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ছিল ২৫ টাকা। এর আগে ২০১৩ ও ২০১২ সালে নৌ-যানের যাত্রী ভাড়া পুনর্নির্ধারণ করা হয়।

XS
SM
MD
LG