অ্যাকসেসিবিলিটি লিংক

সুন্দরবনে আরও চারটি ইকো-ট্যুরিজম সেন্টার খুলবে বন বিভাগ


পর্যটকদের ক্রমবর্ধমান চাপ সামলাতে, সুন্দরবনে আরও চারটি ইকো-ট্যুরিজম সেন্টার খুলতে যাচ্ছে বাংলাদেশের বন বিভাগ।

সুন্দরবন পূর্ব বিভাগের বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, “সুন্দরবনে পর্যটকদের চাপ বেড়েছে। এই চাপ সামলাতে, নতুন করে আলীবান্দা, আন্দারমানিক, শেখেরটেক এবং কালাবগিতে নতুন চারটি ইকোট্যুরিজম সেন্টার চালু করা হচ্ছে। পর্যটকদের জন্য এখ সুন্দরবনের করমজল, হারবারিয়া, কলাগাছিয়া, কটকা, কচিখালী, দুবলা এবং হিরণ পয়েন্ট এলাকায় সাতটি ইকোট্যুরিজম সেন্টার রয়েছে।”

করমজল, হারবাড়িয়া এবং কলাগাছিয়া; এই তিনটি কেন্দ্রে পর্যটকরা একটি নির্দিষ্ট প্রবেশ মূল্য দিয়ে যেতে পারেন। আর, তাদের দিনের মধ্যে ফিরতে হয়। অন্য জায়গায় যেতে হলে আগে থেকে বন বিভাগের অনুমতি নিতে হয়।

ডিএফও বেলায়েত জানান, “গড়ে প্রতি বছর দেশি-বিদেশি লক্ষাধিক পর্যটক সুন্দরবন ভ্রমণ করেন। সুন্দরবন বিভাগ, পর্যটনখাত থেকে বছরে এক কোটি টাকার বেশি রাজস্ব আয় করছে। সুন্দরবন, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১০ লাখেরও বেশি মানুষের জীবিকার অবলম্বন।”

XS
SM
MD
LG