অ্যাকসেসিবিলিটি লিংক

ডিজিটাল ডিভাইস এখন যুদ্ধের হাতিয়ার, মোকাবেলায় সক্ষমতা দরকার: টেলিযোগমন্ত্রী মোস্তাফা জব্বার


টেলিযোগমন্ত্রী মোস্তাফা জব্বার

বাংলাদেশের প্রাথমিক বিদ্যালযয়ের পাঠ্যক্রমে ‘সাইবার নিরাপত্তা’ বিষয়টিকে অন্তর্ভূক্ত করার দাবি জানিয়েছেন দেশটির ডাক ও টেলিযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। মোস্তাফা জব্বার বলেন, “এখন যুদ্ধের হাতিয়ার হয়ে গেছে ডিজিটাল ডিভাইস। তাই ডিজিটাল সংযুক্তির সঙ্গে সঙ্গে ডিজিটাল অপরাধ মোকাবেলার সক্ষমতা অর্জন করতে হবে। এছাড়া, ডিজিটাল অপরাধ ঠেকাতে ডিজিটাল প্রযুক্তি দরকার। মাথা ব্যথা হলেই মাথা কেটে ফেলবো না। ওষুধ খেতে হবে। সেক্ষেত্রে সচেতনতাই প্রধান হাতিয়ার।”

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিটিআরসি সম্মেলন কেন্দ্রে আয়োজিত সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে, নিরাপদ ইন্টারনেট বিষয়ে যুব কর্মশালায় এ কথা বলেন তিনি।

ডিজিটাল অপরাধকে স্বাভাবিক অপরাধের চেয়ে বেশি গুরুত্ব দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহবান জানান মোস্তাফা জব্বার। তিনি বলেন, “প্রত্যেক থানায় একটি সাইবার বা ডিজিটাল ক্রাইম ইউনিট করা দরকার। সেখানে কর্মরতদের ব্যাপকভাবে প্রশিক্ষণ দিতে হবে।”

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “কেপিআই’ এর মতো ‘সিআইএ’ তালিকা প্রকাশ করা হয়েছে। এতে তথ্য সংগ্রহে সাংবাদিকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।

ডিজিটাল রূপান্তরে সমস্যার চেয়ে অসুবিধা বেশি, এ কথা উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, “ই-নথি’ আমাদের দেশে বিপ্লব ঘটিয়েছে।”

বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার কর্মশালায় সভাপতিত্ব করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিটিআরসি’র সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ।

XS
SM
MD
LG