অ্যাকসেসিবিলিটি লিংক

রংপুরে সংরক্ষিত ইভিএমের ৬০ শতাংশ ত্রুটিপূর্ণ, ইসিকে জানিয়েছেন প্রকল্প কর্মকর্তারা


ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)

বাংলাদেশের রংপুর অঞ্চলে সংরক্ষিত ১০ হাজার ৭৫৯টি ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মধ্যে ছয় হাজার ৩৫ টি মেশিনে ত্রুটি পাওয়া গেছে। ২৭ ডিসেম্বর অনুষ্ঠেয় রংপুর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রকল্পের কর্মকর্তারা তাদের মূল্যায়ন শেষে নির্বাচন কমিশনকে এ তথ্য জানিয়েছেন।

২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে, নির্বাচন কমিশন প্রায় চার হাজার কোটি টাকা ব্যয়ে, দেড় লাখ ইভিএম কিনেছিল। কমিশন বিভিন্ন নির্বাচনে ব্যবহারের পর, আঞ্চলিক অফিসগুলোতে ইভিএম সংরক্ষণ করে।

রংপুর-এ ইভিএম মনিটরিংয়ের পর প্রকল্প কর্মকর্তারা কমিশনকে যে চিঠি দিয়েছেন তাতে বলা হয়, অধিকাংশ ইভিএমই উইপোকার কারণে নষ্ট হয়ে গেছে। অযত্ন ও অবহেলায় অকেজো হয়ে পড়েছে বেশিরভাগ স্পর্শকাতর ইভিএম যন্ত্রপাতি।

রংপুর সিটি নির্বাচনে ২৭ ডিসেম্বর ভোট গ্রহণের জন্য ঢাকা থেকে ইভিএম পাঠানো হচ্ছে। কারণ সেখানকার যন্ত্রপাতি মেরামত না করে ব্যবহার করা যাবে না।

এমন পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে থাকা ইভিএম সংরক্ষণের উদ্যোগ নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। চিঠিতে অতি সংবেদনশীল ইভিএম সংরক্ষণে ৮টি সুপারিশ করা হয়েছে।

XS
SM
MD
LG