অ্যাকসেসিবিলিটি লিংক

চীনে জিরো-কোভিড নীতির বিরুদ্ধে প্রতিবাদ


চীনে জিরো-কোভিড নীতির বিরুদ্ধে প্রতিবাদ
please wait

No media source currently available

0:00 0:00:43 0:00

চীনের জিরো-কোভিড নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বেইজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে কয়েক'শ লোক জড়ো হয়।

চীনের কর্তৃপক্ষ কিছু কিছু ভাইরাসবিরোধী নিয়মকানুন শিথিল করেছে। তবে একইসাথে সোমবার তাদের কঠোর “শূন্য কোভিড” নীতিটি তারা আবারও পুনর্নিশ্চিত করে। এর আগে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে কয়েক দশকের মধ্যে হওয়া বৃহত্তম বিক্ষোভে প্রতিবাদকারীরা প্রেসিডেন্ট শি জিনপিং এর পদত্যাগ দাবি করে।

প্রতিবাদ বা শি-র সমালোচনার বিষয়ে সরকার কোন মন্তব্য করেনি। কিন্তু আপাতদৃষ্টিতে মনে হয়েছে যে অন্তত কিছু বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্তটি ক্ষোভ শান্ত করার উদ্দেশ্যে নেয়া হয়েছে। তবু বিশ্লেষকরা এমন আশা করছেন না যে সরকার নিজেদের কোভিড কৌশল থেকে পিছপা হবে এবং তারা উল্লেখ করেছেন যে, ভিন্নমত রোধ করার ক্ষেত্রে দেশটির কর্তৃপক্ষ বেশ পারদর্শী।

শুক্রবার প্রতিবাদ আরম্ভ হওয়ার পর থেকে কতজনকে গ্রেফতার করা হয়েছে তা পুরোপুরি পরিষ্কার নয়। প্রতিবাদগুলো দেশটির বাণিজ্য কেন্দ্র সাংহাই এবং রাজধানী বেইজিং সহ অন্যান্য শহরগুলোতে ছড়িয়ে পড়ে।

XS
SM
MD
LG