যুক্তরাষ্ট্র রাশিয়ান আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে যুদ্ধ ট্যাঙ্ক সরবরাহের অনুমোদন দিতে যাচ্ছে। রাশিয়া বলেছে যে এই পদক্ষেপ হবে অর্থের অপচয় এবং (ইউক্রেনকে সরবরাহ করা) যুক্তরাষ্ট্রের যে কোনও আব্রাম ট্যাঙ্ক "পুড়ে যাবে"।
আমেরিকার সিক্রেট সার্ভিসের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে সংঘটিত গণহামলার অর্ধেকই ঘটেছে ব্যক্তিগত, পারিবারিক বা কর্মক্ষেত্রে বিরোধের কারণে।
মঙ্গলবার এক রিপোর্টের বলা হয়েছে, পপ সংগীত তারকা জাস্টিন বিবার ব্ল্যাকস্টোন ইনকর্পোরেটেড সমর্থিত বিএক্স- হিপগনোসিস সংস ক্যাপিটালের কাছে ২’শ মিলিয়ন ডলারের চুক্তিতে তার গানের স্বত্বাধিকার বিক্রি করতে সম্মত হয়েছেন। গত বছর বিবারের মুখে আংশিক প্যারালাইসিস ধরা পড়ায় তিনি তার অনুষ্ঠানগুলো বাতিল করতে বাধ্য হন।