অ্যাকসেসিবিলিটি লিংক

জরায়ুমুখের ক্যান্সার রোধে এইচপিভি টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক


স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন যে জরায়ুমুখের ক্যান্সার রোধে ১০ থেকে ১৫ বছর বয়সী মেয়েদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) প্রতিরোধী টিকা দেয়া হবে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যসেবা সংক্রান্ত সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিং কালে তিনি এ তথ্য জানান।

জাহিদ মালেক বলেন, “নারীদের জরায়ু মুখের ক্যান্সার বাড়ছে। তাই স্ক্রিনিং বাড়ানোর পরিকল্পনা রয়েছে। আমাদের দেশের নারীদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) প্রতিরোধী টিকা দেওয়ার কথা ভাবছি।” তিনি আরো জানান, “এটি সরকারি কার্যক্রম। রুটিন অনুযায়ী যে টিকা দেওয়া হয়, এটাও সেভাবে দেওয়া হবে। ১০ থেকে ১৫ বছর বয়সীদের দিলে সেটি কার্যকর হবে। এছাড়া এই টিকা দেওয়া হবে বিনামূল্যে।”

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক আরও জানান, এক ডোজ টিকা দেয়া হবে। এই টিকা একবার নিলে তারা আজীবন এই রোগ থেকে মুক্ত থাকতে পারবেন। তবে বেশি বয়স হলে এই টিকার কার্যকারিতা কমে যায়। এছাড়া ব্রেস্ট ক্যান্সারেও অনেকে আক্রান্ত হচ্ছে বলে জানান তিনি। বলেন, “এটা যাতে দ্রুত শনাক্ত করা যায়, সেজন্য প্রয়োজনীয় যন্ত্রগুলো উপজেলা পর্যায়ে নেওয়ার চেষ্টা করবো।”

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমাদের দেশের মেয়েরা রক্ত শূন্যতায় ভোগে, এটি নিয়েও কর্মসূচি রয়েছে। খাদ্য নিরাপত্তার মাধ্যমে এটি কমে যাচ্ছে।”

ডলার সংকটের কারণে এলসি বন্ধ হওয়ায় জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম আমদানি বন্ধ হয়ে গেছে; এমন একটি মন্তব্যের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমাদের হাসপাতালগুলোতে এ ধরনের সমস্যার কথা শুনিনি। আমাদের স্টক আছে, এবং প্রয়োজনীয় সবকিছু পাচ্ছি। সরকার খুবই আন্তরিক। স্বাস্থ্য সেবার জন্য কোন কিছু প্রয়োজন হলে, অন্য কিছু বন্ধ রেখে তা পূরণ করা হবে।”

XS
SM
MD
LG