অ্যাকসেসিবিলিটি লিংক

"ভিড়ের মধ্যে কোন কাপুরুষ খুব বাজেভাবে আমাকে পেছন থেকে টাচ করে"


"ভিড়ের মধ্যে কোন কাপুরুষ খুব বাজেভাবে আমাকে পেছন থেকে টাচ করে"
please wait

No media source currently available

0:00 0:10:00 0:00
চলতে ফিরতে বাসে বা রাস্তাঘাটে, কর্মস্থলে এমনকি নিজ বাসস্থানেও ইভ টিজিং-এর শিকার হয়নি, এমন নারী কমই পাওয়া যাবে বাংলাদেশে।
নরসিংদি রেলওয়ে স্টেশনের সেই পোশাক নিয়ে হয়রানি বা অরনীর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলন্ত রিকশায় মোলেস্ট হবার মত ঘটনা নিয়ে আলোড়ন উঠলে ইভ টিজিং নিয়ে কিছুদিন টং দোকানের আড্ডা সরগরম থাকে, তারপর আবার সব আলোচনা চাপা পড়ে যায়।
'ইভ টিজিং' আসলে কি? কেন সামাজিকভাবে ইভ টিজিং-এর মত অপরাধ আস্কারা পায়? কিভাবে সমাজ থেকে ইভ টিজিং-কে চিরতরে নির্মূল করা যায়?
-এমনতর নানান বিষয়ে আমরা কথা বলেছি কিছু ঢাকাবাসীর সাথে।
ভয়েস অফ আমেরিকার জন্য প্রতিবেদনটি তৈরি করেছেন সাকিব প্রত্যয়।
XS
SM
MD
LG