অ্যাকসেসিবিলিটি লিংক

সেন্ট প্যাট্রিক’স ডে’র জন্য শিকাগো নদীকে সবুজ রঙে রাঙিয়ে দেয়া হয়েছে


শনিবার, ১১ মার্চ, সেন্ট প্যাট্রিক’স ডে উপলক্ষ্যে ছোট নৌকাগুলি শিকাগো নদীকে সবুজ রঙে রাঙিয়ে তোলে।

এই বার্ষিক ঐতিহ্যটি সবসময় সেন্ট প্যাট্রিক ডের আগের শনিবার পালন করা হয়। এই দিনটিতে শহরে সেন্ট প্যাট্রিক’স ডে প্যারেড অনুষ্ঠিত হয় এবং এটিকে একটি উৎসবের দিন হিসেবে পালন করা হয়ে থাকে। (রয়টার্স)

XS
SM
MD
LG