বাসের আয়নায় আত্মবিশ্বাসী চোখ আর ডান হাতে স্টিয়ারিং, রাজপথ শাসন করে কলকাতার 'হার্টথ্রব' কল্পনা।
কলকাতার রাজপথ শাসন করছেন বাস-ড্রাইভার কল্পনা
৫
কল্পনা মণ্ডল
৬
ছুটির দিনে মোবাইলে কপিল শর্মার শো, ইনস্টাগ্ৰাম কিম্বা প্রিয় বিড়ালের সাথে খুনসুটি করে বেলা পড়ে আসে।
৭
কল্পনা মণ্ডল
৮
একটা ট্রিপের ফাঁকে, ধর্মতলার ৩৪সি বাসের গুমটি ঘরের সামনে চলে চা পান, আড্ডা, ফাগুনের আনন্দ ভাগ করে নেবার পালা।