শনিবার ৬ মে সেই বহু প্রতীক্ষিত দিন। এই দিনই ব্রিটেনের রাজা হিসাবে রাজ্যাভিষেক হতে চলেছে তৃতীয় চার্লস-এর। রাজ্যাভিষেকের অনুষ্ঠানটি হতে চলেছে ব্রিটেনের ওয়েস্টমিনিস্টার এবে-তে। ৭৪ বছর বয়সে যুবরাজ চার্লস রাজার স্থলাভিষিক্ত হন, যুক্তরাজ্যের রাণী দ্বিতীয় এলিজাবেথ-এর মৃত্যুর পর গত ২০২২ সালের ৮ সেপ্টেম্বর। ফটো গ্যালারিতে রইল যুবরাজ চার্লস থেকে রাজা চার্লস হয়ে ওঠার নানা অধ্যায়ের চিত্র।
যুবরাজ চার্লস থেকে রাজা চার্লস
৫
১৯৬৯ সালের ১ জুলাই, (ফাইল চিত্র) রাজকুমার চার্লস তাঁর মা ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের সামনে নতজানু হয়েছেন। ওয়েলসের রাজকুমারের অভিষেক অনুষ্ঠান চলাকালে। ওয়েলসের কেরনাফন ক্যাসেলে।
৬
১৯৮১ সালের ২৯ জুলাই, (ফাইল চিত্র) ব্রিটেনের রাজকুমার চার্লস বিয়ের পর তাঁর নববধূ রাজকুমারী ডায়ানাকে চুম্বনরত। লন্ডনের বাকিংহ্যাম প্রাসাদের বারান্দায়।
৭
১৯৮২ সালের ২২ ডিসেম্বর, (ফাইল চিত্র) ব্রিটিশ রাজকুমার চার্লস ও রাজকুমারী ডায়ানা (ওয়েলসের রাজকুমার ও রাজকুমারী) তাদের ৬ মাস বয়সী পুত্র ব্রিটেনের রাজকুমার উইলিয়ামের সঙ্গে খুঁনসুটি করছেন লন্ডনে কেনসিংটন প্রাসাদে।
৮
১৯৯৭ সালের ৬ সেপ্টেম্বর, (ফাইল চিত্র) ব্রিটেনের রাজকুমার ফিলিপ, রাজকুমার উইলিয়াম, আর্ল স্পেনসার, রাজকুমার হ্যারি ও রাজকুমার চার্লস (বামদিক থেকে) ওয়েস্টমিনস্টার অ্যাবের বাইরে হাঁটছেন। ওয়েলসের রাজকুমারী ডায়ানার অন্ত্যেষ্টি শোভাযাত্রার সময়।