ভারতের নাসিক জেলার গঙ্গাওয়াড়ি গ্রামের বাসিন্দারা গত এক দশক ধরে সহজভাবে বিশুদ্ধ পানি পাবার জন্য লড়াই করে চলেছেন। কয়েক ফোঁটা পানির জন্য গ্রামের নারীদের কয়েক মাইল হেঁটে একটি কূপে নামতে হয়৷
আশেপাশের একমাত্র কাজ করা কূপে পৌঁছানোর জন্য দুই মাইল পর্যন্ত হেঁটে যায় এবং দড়ির সাহায্যে নিচে নামে।
তারা যে পানি নেবার জন্য এত মাইল হেঁটে আসে তা ঘোলাটে এবং পান করার জন্য অনুপযুক্ত।
ভারতে অনেক জায়গায় পানি সংকট আছে, বিশেষ করে গরমের দিনে। (রয়টার্স)