বুধবার, ১৭ মে, তুরস্কের রাজধানী আঙ্কারায় আসবাবপত্র বাতাসে উড়ে গিয়ে একটি উঁচু ভবনে বিধ্বস্ত হয়। ভারী বৃষ্টি ও ঝড়ে শহরটি ক্ষতিগ্রস্ত হয়।
সোফা উড়ে গিয়ে পড়ার ঘটনায় কেউ আহত হয়নি।
আঙ্কারার মেয়র মনসুর ইয়াভাস বুধবার তার সামাজিক মাধ্যমের পেজে প্রবল বাতাস এবং আকস্মিক বন্যার বিষয়ে সতর্ক থাকার জন্য বাসিন্দাদের আহ্বান জানিয়ে সতর্কতা বার্তা পোস্ট করেন। (রয়টার্স)