বিশ্বব্যাংকের সহায়তায়, একশ’ কোটি টাকা ব্যয়ে, চাঁদপুরে তিনশ’ ফুট দৈর্ঘের আধুনিক নৌ-বন্দর নির্মাণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা।
শুক্রবার (২৬ মে) দুপুরে, বিশ্বব্যাংক প্রস্তাবিত আধুনিক নৌবন্দর ভবন নির্মাণের স্থান, চাঁদপুর শহরের মাদরাসা রোডে অস্থায়ী লঞ্চঘাট পরিদর্শন শেষে, সাংবাদিকদের এ কথা জানান তিনি।
কমডোর আরিফ বলেন, “বিশ্বব্যাংক চাঁদপুর নৌ বন্দর নির্মাণের জন্য প্রায় একশ’ কোটি টাকা ঋণ দিয়েছে। দরপত্র আহ্বানের পর আগামী জুন মাস থেকে এর নির্মাণ কাজ শুরু হবে। এ জন্য দুটি ভারতীয় এবং একটি বাংলাদেশি ঠিকাদার প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে। আগামী দুই বছরের মধ্যে এই কাজ শেষ করার কথা রয়েছে।”
তিনি বলেন, “এখন রাজধানীর সদরঘাটের পর, যাত্রী সংখ্যা বিবেচনায় চাঁদপুর একটি গুরুত্বপূর্ণ বন্দর। দীর্ঘদিন যাবত এ বন্দরের কোনো উন্নয়ন হয়নি। চাঁদপুরবাসীর সুবিধার কথা চিন্তা করে, সরকার বিশ্বব্যাংকের সহায়তায় একটি আধুনিক নৌবন্দর নির্মাণ করবে।’