সোমবার, ২৯ মে, রাশিয়ার যুদ্ধবিমান টোরেটস্ক শহরে বোমা ফেলার পর ইউক্রেনের জরুরী উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে একজনকে উদ্ধার করেছে।
ডনেৎস্কের আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেনকোর তথ্যমতে বোমা হামলায় দুই বেসামরিক লোক নিহত হয়েছে।
উদ্ধারের সময় লোকটি বেঁচে ছিল এবং চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। (এপি)