অ্যাকসেসিবিলিটি লিংক

ড্যাশক্যাম ফুটেজে দেখা যাচ্ছে রাশিয়ার মিসাইল কিয়েভের একটি রাস্তায় আঘাত করলো


ড্যাশক্যাম ফুটেজে দেখা যাচ্ছে রাশিয়ার মিসাইল কিয়েভের একটি রাস্তায় আঘাত করলো
please wait

No media source currently available

0:00 0:00:42 0:00

সোমবার, ২৯ মে, ড্যাশবোর্ড ক্যামেরা ফুটেজে কিয়েভের একটি রাস্তার মাঝখানে একটি ক্ষেপণাস্ত্রের অংশের আঘাতের দৃশ্য দেখা যায়। অল্পের জন্য পাশে থাকা একটি গাড়ি ঐ আঘাত থেকে রক্ষা পায়।

অল্পের জন্য বেঁচে যাওয়া ঐ গাড়িটি পরে তার গন্তব্যের দিকে চলতে থাকে।

সোমবার নিক্ষেপ করা রাশিয়ার সমস্ত ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগে গুলি করে ভূপাতিত করা হয় তবে কেন্দ্রীয় পোডিল জেলার একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রাশিয়ার প্রধান লক্ষ্য সাধারণত পশ্চিমা অস্ত্র, জ্বালানি স্থাপনা এবং সরকারি ভবনগুলির মজুত। (রয়টার্স)

XS
SM
MD
LG