বৃহস্পতিবার, ১ জুন, যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি ডক্টর জিল বাইডেন, জর্ডানের যুবরাজ হুসেইন এবং সৌদি স্থপতি রাজওয়া আলসেইফের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে জর্ডান পৌঁছেছেন।
প্রিন্স উইলিয়াম এবং কেটসহ বিয়ের জন্য আগত অনেক বিশ্বনেতাদের মধ্যে ফার্স্ট লেডি বাইডেন একজন।
পশ্চিমা-মিত্র রাজতান্ত্রিক রাষ্ট্র জর্ডান কয়েক দশক ধরে সীমান্তের চারপাশে বৃদ্ধি পাওয়া অশান্ত মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার একটি ঘাঁটি হয়ে দাঁড়িয়েছে। (এপি)